স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জ এর নির্বাচনে ভোটার তালিকা গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় বা নিয়ম বহির্ভূত ভোটার বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন, ব্যবসায়ী হাবিবুর রহমান ও মোঃ রুহুল আমিন। অভিযোগে উল্লেখ করা হয়, ইতিমধ্যে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর কার্যকরি কমিটি গঠনের লক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রণয়ন করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় যারা ভোটার হওয়ার যোগ্য না তাদেরকে ভোটার বানানো হয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী। গঠনতন্ত্রে বলা হয়েছে পৌরসভার প্রকৃত মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে যে কোন দোকান মালিক বা অংশীদারী ব্যবসার একজন সদস্য সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাবান এবং নিয়মাবলী মানিয়া সমিতির ধার্য্যকৃত বাৎসরিক চাঁদা, হালনাগাদ, পৌরসভার ট্রেড লাইসেন্স এক কপি ছবি সাপেক্ষে সাধারণ পরিষদের সদস্য লাভ করিবেন। অথচ ভোটার তালিকায় দেখা গেছে পৌর এলাকায় মালিকানাধীন তাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের অংশিদারও নয় কিংবা তাদের পৌরসভার কোন প্রকার ট্রেড লাইসেন্সও নাই। এছাড়াও দোকানের কর্মচারীদেরর সদস্য করা হয়েছে। এমতাবস্থায় ব্যবসায়ীদের সমন্বয়ে যাচাই বাছাই ও সংশোধন করে পুণরায় তফসিল প্রদানের জন্য দাবী জানানো হয়। এছাড়াও অভিযোগের অনুলিপি চেম্বার অব কমার্স প্রেসিডেন্টসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।