স্টাফ রিপোর্টার ॥ ডাম্পিং স্পট বাস্তবায়ন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভা কক্ষে মেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট এমএ মজিদ খান। সভায় হবিগঞ্জ পৌর এলাকার নতুন ষ্টেডিয়ামের পাশে বাইপাস সংলগ্ন স্থানে আবর্জনার স্তুপ সড়িয়ে নতুন ডাম্পিং স্পটে বর্জ্য অপসারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শীঘ্রই হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্পট বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। মেয়র মিজানুর রহমান বলেন সকলের সহযোগিতায় শীঘ্রই নতুন ডাম্পিং স্পট বাস্তবায়ন সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ ও টিএলসিসি’ নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র সদস্যবৃন্দ। সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে সংসদ সদস্য এডভোকেট মজিদ খানকে পৌর পরিষদের পক্ষে ফুলের তোড়া উপহার দেন মেয়র মিজানুর রহমান মিজান।