স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সীমের গাও গ্রামে পৈত্রিক সম্পতি নিয়ে বিরোধের জের ধরে রায়হান মিয়া (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছে। সে তাহির মিয়ার পুত্র।
তাহির মিয়ার লোকজন জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে তাহির মিয়ার সাথে তার চাচাতো ভাই তোতা মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও আছে। উভয় পক্ষের বিরোধ মিমাংসায় গতকাল রাতে তাহির মিয়ার বাড়ির উঠানে শালিস বসে। সাবেক মেম্বার মন্নর আলী, বর্তমান মেম্বার শষাহনুর মিয়া, মুরুব্বী নুর মিয়া, অলি মিয়া, তাজুদ আলী,আশিকুর রহমান এর উপস্থিতিতে শালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাহির মিয়ার পুত্র রায়হানকে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে শালিস পন্ডু হয়ে যায়। আহত রায়হানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।