আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, ওই বাগানের বিশ লাইন এলাকার বিদ্যা সাগরের ছেলে প্রসেনজিৎ (১৯), ধীরেন্দ তাতীর ছেলে দ্বিপক পানতাতী (১৯) ও নারপ পানতাতীর ছেলে কোমল পানতাতী (১৮)।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
তারা দীর্ঘদিন ধরে চা-বাগানে আসা দশনার্থীদের কাছে ফেরি করে মাদক বিক্রি করছিল।