স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে গাজাসহ এক মাদক ব্যাবসায়ীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো পৌর এলাকার মালডুবার পুত্র মাদক ব্যবসায়ী মিশু মিয়া (২৫), শংখমহল উত্তর পাড়া গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র মুহিত মিয়া।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই শাহ আলীর নেতৃত্বে একদল পুলিশ জলসুখা রোডে বিরাট সংলগ্ন এলাকায় অভিযান ছালিয়ে চালায়। এ সময় মিশু মিয়াকে ২শ গ্রাম গাজাসহ তাকে আটক করে। পর তার দেয়া তথ্যমতে পুলিশ জলসুখা শংখ মহল উত্তর পাড়া গ্রামে শহিদ মিয়ার বাড়িতে অভিযান ছালিয়ে ১’শ গাজাসহ শহিদ মিয়ার স্ত্রীকে আটক করলেও কৌশলে মহিলা পালিয়ে যায়। এদিকে ভাইয়ের স্ত্রীকে পালিয়ে যেতে সহযোগিতা করার সন্দেহে পুলিশ মুহিত মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।