স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- পৌর এলাকার আমিনুল ইসলাম, নারায়ন সূত্রধর, জুগল মিয়া, মনু মিয়া, কবির সূত্রধর ও ইনাম মিয়া। আজমিরীগঞ্জ ওসি মোরশফ হোসেন তরফদার জানান, আজমিরীগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে জুয়াড় আসর চলছিল। খবর পেয়ে গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে ৬জুয়াড়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের ইউএনও নাঈমা খন্দকারর নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।