সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

লাখাইয়ে জাতীয় পতাকা উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলার ন্যায় লাখাই উপজেলাতেও গতকাল সোমবার সকাল ১০ টার সময় উপজেলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তন থেকে হবিগঞ্জ জেলা সকল উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে সঠিক মাপের একই রংয়ের এই জাতীয় পতাকা উৎসবের উদ্বোধন করেন। লাখাই উপজেলায় পতাকা বিতরণ ও পতাকা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার। প্রধান অতিতী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারশ্যান আমীনুল ইসলাম আলম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাসুম, প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, মৎস কর্মকর্তা বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আলী নওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ, নুরুল আমীন, লিটন সুত্রধর, মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইচ্ছামত পতাকার আকার এবং যথাযথ রং ব্যবহার যাতে না করা হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিবর্ণ এবং ছেড়া পতাকা উত্তোলন না করা। বিদ্যালয়ের সামনে নির্দিষ্ট স্থানে ১০ ফুট উচ্চতার একটি এসএস পাইপ তৈরি করে পতাকা উত্তোলন করা এবং যেনতেন ভাবে যেন এই পতাকা উত্তোলন না করা হয়। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই রং ও একই আকারের পতাকা উত্তোলন নিশ্চিত করতে এই পতাকা উৎসবের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে পতাকার মর্যাদা বোঝাতে এবং অনুভব করাতে এই অনুষ্টানে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com