বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই জুয়ারীকে আটক করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় এক জুয়ারী পালিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নন্দনপুর বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।
আটককৃতরা হল সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১), বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (১৬)।
জানা যায়, বিকাল সাড়ে ৫টায় উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়ার আসর থেকে তাদের গোপন সংবাদের মাধ্যমে তাদের আটক করা হয়।
অভিযানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের একমাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন থানার এসআই মোস্তাফিজুর রহমান।
বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।