স্টাফ রিপোর্টার ॥ জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইদের হামলায় মা-মেয়েসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের পূর্ব হাটির মৃত হাজী আকল মিয়ার স্ত্রী শিল্পী আক্তার, মেয়ে সীমা আক্তার ও সোহেনা আক্তার।
আহত শিল্পী আক্তার জানান, তার সৎ ছেলে শহীদ মিয়ার, রশিদ মিয়া, মন্নান মিয়া, মতিন মিয়াসহ গংদের সাথে বাড়ীর জায়গা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে শিল্পী বেগম ও তার মেয়েদের মারধোর করে ঘর থেকে বের দখল করে নেয়।