নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা বিতরণ উৎসব উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। (২৯ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলার প্রায় ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর জাতীয় পতাকা বিতরণ শুরু হবে বলে জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। তিনি আরো বলেন, সঠিকভাবে জাতীয় পতাকার মাপকাঠি বজায় রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় পতাকা সম্পর্কে জ্ঞান অর্জনে হবিগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, হীরা মিয়া গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদ, নবীগঞ্জ সরকারী জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, নবীগঞ্জ র্কীর্তিনারায়ন কলেজের অধ্যক্ষ ফয়জুর রব ফনি, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল দেব, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, শাহিনুর আক্তার পান্না, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংবাদিক এটি এম সালাম, উত্তম কুমার পাল হিমেল, সরোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, আবুল কালাম, আব্দুর রকিব হক্কানী, মতিউর রহমান মুন্না, মোঃ নাবিদ মিয়া, ছনি চৌধুরী, সুমন আলী খান, ফারজানা আক্তার মনি, মোঃ আলাল মিয়া, সায়েল আহমেদ প্রিন্স প্রমুখ। নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।