মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পায়েল চৌধুরী নামে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন। পায়েল উপজেলার আন্দিউড়া গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। জানা যায়, পায়েল প্রায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের উপর নিয়ার্তন করতো। বুধবার সকালেও মাদক সেবন করে বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের নির্য়াতন শুরু করে। পরে তার বাবা-মা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। পায়েল মাদক সেবন ও নির্য়াতনের কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।