মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজাসহ-৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ও মঙ্গলবার রাতে উপজেলার তিনগাঁও ও জগদীশপুর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তিনগাঁও এলাকা অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫) ও একই ইউনিয়নের আলীনগর গ্রামের হোসেন আলীর ছেলে স্বপন মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়।
অপর দিকে মঙ্গলবার রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করে। এ সময় মোটর সাইকেলের ইয়ার সিলিন্ডারের ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে উপজেলার বানেশ্বর গ্রামের মোঃ রাজু আহাম্মেদ (২২) ও রতনপুর গ্রামের আবুল খায়ের ইয়ামিন (১৯) কে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।