স্টাফ রিপোর্টার ॥ নারী ও বালিকাদের নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরিচিতি সভা গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হবিগঞ্জ উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। সংস্থার সমন্বয়কারী আরেফ আলী মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
পরিচিতি সভায় মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন শোভন বসাক, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বর্তমান সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাশ, শিক্ষক হাসিনা বেগম।
মুক্ত আলোচনায় বক্তাগণ বলেন, নারী পুরুষের মাঝে বৈষম্য কমিয়ে আনতে হলে শিশুদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। আর তা শুরু করতে হবে নিজ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে। শিশুদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের জন্য অবদান রাখতে পারে। এছাড়া পূর্বে মুসলমানদের বিয়ের কাবিন রেজিস্ট্রির নিয়ম থাকলেও হিন্দুদের ছিল না। বর্তমান সরকার হিন্দুদের জন্য কাবিন রেজিস্ট্রির ব্যবস্থা গ্রহণ করেছে যা অত্যন্ত ইতিবাচক। বক্তাগণ নারীর প্রতি যে কোন সহিংসতা প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে প্রতিরোধের আহবান জানান।