নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গভীর রাতে ঘূর্ণিঝড়ে শত শত বাড়ি ঘরের গাছ পালা, কাচা ঘর বাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুটিসহ পাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারীভাবে বলা হয়েছে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বেসরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশকান্দি, দেবপাড়া, পানিউমদা, গজনাইপুর, বাউশা, কুর্শি, দীঘলবাক, ইনাতগঞ্জ ইউনিয়ন। ঝড়ে বিদ্যুতের খুটি উপরে ফেলায় সারাদিন পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এছাড়া বোরো জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোন কোন ইউনিয়নে মাঝারি ধরনের শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে।