স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ হাইকোর্ট আপিলেড ডিভিশনের সিনিয়র বিচারপতি জয়নুল আবেদিন বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং নাগরিক অধিকার সংবিধান স্বীকৃত। আইনের শাসন আর নাগরিক নিরাপত্তা পরস্পর পরিপূরক। শান্তি ও স্থিতিশীলতা ছাড়া রাষ্ট্রের উন্নতি সম্ভব হয়না। জেনারেল ওসমানী বিলাসী জীবন ত্যাগ করে মায়ের ভাষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতা যুদ্ধে বীর সেনাদের আত্মত্যাগ সামনে নিয়ে এগুতে হবে। যথাযথ মর্যাদা দিতে হবে। তাহলেই জাতি হিসেবে বিশে^র নিকট দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। শনিবার সন্ধায় ঢাকার শিল্পকলা একাডেমি বভনের স্কাইমুন চাইনিজ হলরুমে ’স্বাধীন বাংলা সংসদ” (স্বাবাস) আয়োজিত আমাদের স্বাধীনতা, মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও জেনারেল ওসমানী স্বর্ণপদক অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম চুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। বাংলাদেশ মানবাধিকার কমিশন (ব্যুরো) মহাসচিব ড. মোঃ শাহজাহান, ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী ড.জসিম উদ্দিন, জাতীয় কবি নজরুল ইনষ্টিটিউটের উপ-পরিচালক খ্যাতিমান কবি রেজা উদ্দিন ষ্টালিন। মূলপ্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি গোবিন্দ লাল সরকার। অনুষ্ঠানে দর্নীতিমুক্ত নাগরিক সেবা এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার পরিচালনায় বিশেষ অবদানের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওর হোসেনসহ দেশের ৩৫জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হয়। সাধারণ সম্পাদক সাবরিনা সুইটির সঞ্চালনায় দেশের বিভিন্ন স্থ শরিয়তপুর জেলার আবদুর রাজ্জাক পিন্টু, নারায়নগঞ্জ জেলার দেলোয়ার হোসেন, পাবনা সদরের মাজেদ আলী মোল্লা, পটোয়াখালির আনোয়ার হোসেন বাচ্চু, ঝালকাঠির আলী আশরাফ হাওলাদার, গোলাম কিবরিয়া শিকদার, ময়মনসিং নান্দাইল উপজেলার এমদাদুল হক ভূইয়া, নেত্রকোণার আবু বক্কর সিদ্দিক প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানের সূচনাতে মানবাধিকার, আইনের শাসন এবং নাগরিক অধিকার বিষয়ক টেলিফিল্ম ”কুয়াশার সকাল” এর প্রদর্শণী হয়। উল্লেখ্য, চেয়ারম্যান দিলাওর হোসেন ২০১৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শ্রেষ্ঠ চেয়ারম্যান এ্যাওয়ার্ড এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনোনীত হন।