স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নখলারআব্দা গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইয়াওর বখত চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২৫ আগস্ট মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
উল্লেখ্য, মরহুম ইয়াওর বখত চৌধুরী ২০০১ সালের ২৫ আগস্ট হবিগঞ্জ শহরে উনার নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে যান।
চাকুরী জিবনে তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য সকলের নিকট অনুরোধ জানিয়েছেন।