প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের একাদশ শ্রেণীর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রাতে বানিয়াচং-আজমীরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও শচীন্দ্র কলেজ গভর্নিং বডির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান এ মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেন, একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত সিলেবাস ও কলেজের নিয়ম কানুন যেন শিক্ষার্থীরা যথাযথভাবে পালন করে সে ব্যাপারে অধ্যক্ষসহ শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলেজ প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, দাতা সদস্য শরীফ উল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ক্যালেন্ডার প্রকাশনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, কমিটির সদস্য সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, প্রভাষক মোঃ মঈন উদ্দিন, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক মোঃ ফিরোজ মিয়া, প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান, প্রভাষক গোপীনাথ দাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক রাফিউল হক খান পাঠান, প্রভাষক বিষ্ণু পাল, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক শাহ আলম, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক বিদুর কান্তি দাশ, শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাশ, অনুকূল চন্দ্র দাস প্রমুখ।