শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ॥ প্রধানমন্ত্রীর সততার কারণে সৃষ্টিকর্তা বিপদ থেকে বার বার রক্ষা করছেন

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, একজন পুলিশ সদস্য হিসাবে ন্যায়, নিষ্ঠা ও সততার সহিত কাজ করার মধ্য দিয়ে ধর্মের কাজ করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় নিষ্ঠা ও সততার সহিত কাজ করছেন বলে সৃষ্টিকর্তা সকল বিপদ থেকে উনাকে বার বার রক্ষা করছেন। লোক দেখানো ধর্ম না করে সকলে সততা ও নিষ্ঠার সহিত সবাইকে দাায়িত্ব পালন করার আহবান জানান। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। সর্বোপরি ধর্ম যার যার রাষ্ট্র সবার।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম শুভ আবির্ভাব উপলক্ষে সনাতন ধর্মীয় আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীগঞ্জ ইসকনের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন মন্দিরের উপদেষ্টা যুগধর্ম দাসের (যুবরাজ গোপ) সঞ্চালনায় উদ্বোধনী সভায় আর্শিবাদক হিসাবে বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের সাধারন সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, ইসকন হবিগঞ্জের অধ্যক্ষ উদয় গৌড় দাস ব্রহ্মচারী, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ কাজল আহমেদ, ওয়ার্ড কমিশনার মোঃ আলাউদ্দিন প্রমুখ। পরে ইসকন মন্দির প্রাঙ্গণে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com