প্রেস বিজ্ঞপ্তি ॥ শুক্রবার সকাল ১০টায় সিলেটের শিবগঞ্জস্থ গ্রীনহিল স্টিট কলেজের সেমিনার কক্ষে সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হালিমা নূর পাপন, সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ডাঃ অভিজিৎ রায় জয়, সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান টিপু, হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সুনামগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাহবুব ও সিলেটের সকল জাতীয় পরিষদ সদস্যগণ। সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মকবুল হোসেনকে আহবায়ক ও জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, শাখায় উদীচীর কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে।