চুনারুঘাট প্রতিনিধি ॥ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চুনারুঘাটের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম আব্দুল কালাম (৫৫)। তিনি আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আব্দুল কালাম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।