মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বউ শাশুড়ীর ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে সবুর হোসেন নামে এক ব্যক্তির হার্ট এট্যাকে মারা গেছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত সবুর হোসেন (২৭) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।
নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন জানান- গতকাল শনিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে নিহত সবুর মিয়ার স্ত্রী ও তার মা ঝগড়ায় লিপ্ত হন। এ সময় সবুর মিয়া ঝগড়া থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে সবুর অসুস্থ হয়ে পরলে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।