নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি চক্রান্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিলো উল্লেখ করে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, মুক্তিযোদ্ধের পরাজিত শক্তি ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর কোনো দিন খুনিদের বিচার হবে না। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। খুনিরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের অগ্রগতিকে পিছিয়ে দিয়েছিল ।
শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দেবপাড়া বাজারে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর করিম সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ এন আলী এহিয়া, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইয়াছমিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, দেবপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, দেবপাড়া ইউপি কৃষকলীগ সভাপতি নজির মিয়া, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, দেবপাড়া ইউপি ছাত্রলীগ নেতা নুরুল আহমেদ রিয়ান, গজনাইপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইমরান তালুকদার। উপস্থিত ছিলেন, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ইউসুফ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আজিজ মেম্বার, ইসলাম উদ্দিন, শফিক মিয়া, মছিদ উল্লাহ, মোহাম্মদ আলী, মধু মিয়া, দুলাল মিয়া, আব্দুল মতলিব, আব্দুল বারী, দুলাল মিয়া, শমসের উদ্দিন, ইসকন্দর আলী।