স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার ছিল পইলের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শহীদ এনাম স্মৃতি সংঘের ৭ বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে গুণিজনদের মতবিনিময়, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা দেয়া হয় পইল ইউপির দুই কৃতি সন্তান-হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন ও ব্যারিস্টার মোঃ মহিউদ্দিনকে। পইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ এনাম স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা সৈয়দ আহমদুল হক। প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পীচ দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. জহিরুল হক শাকিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ণমালা খেলাঘরের জাতীয় সদস্য বাদল রায়, পইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ, আজম উদ্দিন, মোঃ আবু জাহির, ইনসাফ উদ্দিন, শফিকুল ইসলাম, শাহজাহান মিয়া ও অন্যান্যরা। আব্দুল মোমিন চৌধুরী সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ এনাম স্মৃতি সংঘের সদস্যরা। সভায় বক্তারা আধুনিক বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের মেধায় মননে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ও শিক্ষার্থীদের মনন বিকাশে এনাম স্মৃতি সংঘের এই আয়োজনকে স্বাগত জানান।