নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকালে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ায় এসে সমাপ্ত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য এ শোভাযাত্রায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন, উপজেলা সৎসঙ্গ, রামকৃষ্ণ সংঘ, লোকনাথ সেবা সংঘসহ বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক রঙ্গলাল রায়ের সভাপতিত্বে বর্নাঢ্য শোভাযাত্রায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আতাউল গনি উসমানী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাবেক সভাপতি সুবিনয় কর,পুজা উদযাপন কমিটির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।