নবীগঞ্জ প্রতিনিধি ॥ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম জন্ম বাষির্কী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৮টায় সৎসঙ্গ রবি দাস সমাজ কল্যান সংস্থার উদ্যোগে গোবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলাহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে ওসমানী রোড আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সৎসঙ্গ রবি দাস সমাজ কল্যান সংস্থার বিজয় রবি দাসের সভাপতিত্বে ও সুমন রবি দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাবুল রবি দাস, মিঠুন রবি দাস, মনু রবি দাস, রাজন রবি দাস, লিটন রবি দাস, সুমন রবি দাস, রতন রবি দাস, মনা রবি দাস, স্বপন রবি দাস, রাধা রবি দাস, হরি রবি দাস, অর্জুন রবি দাস, রামুরী রবি দাস, কাচা রবি দাস, কাকুন রবি দাস শংকর রবি দাস, ছোটন রবি দাস, গোপাল রবি দাস, জয় রবি দাস, রাজু রবি দাস, জীবন রবি দাস, সঞ্জিতা রবি দাস, ফুল রবি দাসসহ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।