স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে শিবাপাশা গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে সুহেল মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল শহিদের পুত্র। গতকাল বিকেল ৫ টায় বাড়ীর পাশ্ববর্তী একটি নারিকেল গাছে উঠলে সেখানে থাকা বিদ্যুতের তারে পিষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরন করেন।