মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ গাঁজা পাচারের সময় ফলিন মিয়া (২৯) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দাওরা গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ শাহজাহানপুর রেল লাইনের পূর্ব পাশ থেকে ফলিন মিয়াকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।