স্টাফ রিপোর্টার ॥ যমুনাবাদ গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী নাজমা খাতুনের মৃত্যুর ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হত্যার অভিযোগে মামলা হয়েছে। ভিকটিম নাজমা খাতুনের মা তেঘরিয়া ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের ষফিক মিয়ার স্ত্রী জায়েদা খাতুন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলায় ভিকটিমের স্বামী শরিফ উদ্দিন, শ্বশুর আলা মিয়া, শ্বাশুড়ি নেওয়া বেগম, দুই দেবর আলাল উদ্দিন ও হিলাল উদ্দিন এবং কুদ্রত উল্লার পুত্র কিম্মত আলীকে আসামী করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ এপ্রিল তারিখে শরিফ উদ্দিনের সাথে নাজমা খাতুনকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই উল্লেখিত আসামীরা নাজমা খাতুনকে যৌতুকের জন্য শারিরীক নির্যতিন করে আসছিল। গত জানুয়ারি মাসে নাজমা খাতুন ৬ মাসের অন্তসত্ত্বা হয়। অন্তসত্ত্বা অবস্থায়ও তাকে মারপিট করা হয়। এতে নাজমার গর্ভের সন্তান নষ্ট হয়। অসুস্থ অবস্থায় তাকে পিত্রালয়ে এনে চিকিৎসা করানো হয়। পরে নাজমা স্বামীর যেতে চায়নি। পরবর্তীতে স্বামী শরিফ উদ্দিন নাজমার পিতার বাড়িতে গিয়ে প্রতিশ্র“তি দেয় যে, তাকে আর কোনদিনও শারিরীক নির্যতিন করবেনা। এতে আশ্বস্থ হয়ে নাজমাকে তার স্বামীর বাড়ি দেয়া হয়। কিন্তু পরবর্তীতে আবারো যৌতুক দাবি করে। এতে অপরাগতা জানালে নাজমাকে এক কাপড়ে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবারো নাজমার স্বামী শরিফ উদ্দিন প্রতিশ্রতি দিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। এরই মধ্যে গত ১৬ আগস্ট হাছন আলী নামে জনৈক ব্যক্তি নাজমার মাকে ফোনে জানান যে, নাজমা মারা গেছেন। খবর পেয়ে নাজমা মাসহ স্থানীয় মেম্বার শরিফ উদ্দিনের বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে নাজমার লাশ ঘরের মেঝের মধ্যে পড়ে থাকতে দেখেন তারা। এ সময় নাজমার গলায় কালো দাগ, নাক ফোলা, দুই পা বাকানো, শরীরে ও কাপড়ে মাটি মাখা ছিল। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ সময় নাজমার স্বামীসহ পরিবারের সবাই গা-ঢাকা দেয়। নাজমার মায়ের দাবি তার মেয়েকে যৌতুকের জন্য মারপিট করে গলায় রশি অথবা কাপড় প্যাচিয়ে বা অন্য কোন উপায়ে হত্যা করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে এফআইআর করার জন্য হবিগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।