বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

চুনারুঘাট সীমান্তে মাদক ব্যবসায়ীরা আবারো সক্রিয়

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে মাদক ব্যবসায়ীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। নতুন কৌশলে শুরু হয়েছে মাদক পাচার। পুরনো ব্যবসায়ীরা ভারত থেকে মাদক এনে নানা কায়দায় তা পাচার করছে দেশের বিভিন্ন স্থানে। আইন-শৃংখলা বাহিনী মাদক পাচার রোধ করতে পারছেনা। সম্প্রতি ভারতীয় নাগরিকদের হাতে ৩ বাংলাদেশী খুন হওয়ার পর চুনারুঘাট সীমানত এলাকার নানা গুরুত্বপুর্ন স্থান পরিদর্শন করেন বিজিবি-পুলিশসহ নানা সংস্থার উর্ধতন কর্তা ব্যক্তিরা। তারা যে কোন মুল্যে সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে স্থানীয় মানুষের সহযোগীতা কামনা করেন এবং সীমান্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে নির্দেশ জারী করেন। এমনকি সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলেও সর্তকতা জারি করেন। এতে সাধারন মানুষ সায় দেন। এরপর কিছুদিনের জন্য এলাকা ছেড়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। কিছুদিন যেতে না যেতেই মাদক ব্যবসায়ীরা এলাকায় ফিরে আসে এবং গড ফাদারদের সহযোগীতায় নতুন কৌশলে মাদক পাচার শুরু করেছে। বাল্লা, সাতছড়ি, চিমটিবিল, গুইবিল, রেমা ও কালেঙ্গা বিওপি’র জোয়ানরা স্থানে স্থানে তল্লাশী পরিচালনা করেও মাদকের চালান আটকাতে পারছেনা। এ কারনে সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে সাধারন মানুষের মাঝে। সীমান্ত সূত্র জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট, কুলিবাড়ী, মোকামঘাট, টিলাবাড়ী, বড়ক্ষের, গোবরখলা, গাজীপুর, ফাটাবিল, আলীনগর, বাসুল্লা ও আহম্মদাবাদ ইউপি’র নালুয়া, আমু, ইকরতলী, সাদ্দামবাজার, চিমটিবিলখাস, বনগাঁও গ্রামসহ আরো কয়েকটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা নানা কায়দায় মাদক পাচার করে চলেছে। সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা আইন শৃংখলা বাহিনীর লোকজনের কাছে থাকলে ধরা পড়ছে না মাদক ব্যবসায়ীরা। আহম্মদাবাদ ও গাজীপুর ইউপি’র মাদক ব্যবসায়ীদের নাম-ধাম আইন-শৃংখলা সভায় প্রকাশ্যে বলার পরও এদের ব্যপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা। জনপ্রতিনিধিরা বসে আছেন ঘাপটি মেরে। এরা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে নানা ধরনের অপকর্ম। এতে প্রতিবাদকারীরা ভোগছেন নিরাপত্তাহীনতায়। মাদক ব্যবসায়ীরা প্রতিবাদকারীদের দেখে নেয়ারও হুমকী দিচ্ছে। তবে আইন-শৃংখলা বাহিনীর লোকজন বলছেন, সীমান্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com