প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাহুবল উপজেলা শাখা কর্তৃক ঈদ পুণর্মিলনী ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ১১ টায় মিরপুর বাজারে অস্থায়ী কার্যালয়ে বাহুবল উপজেলা শাখা সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা এ,টি,এম রেজাউল কবির। প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা শাখার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুল হান্নান মাস্টার, মীর মোঃ আব্দুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, সহÑসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাচ্চু, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন মুন্সি, জেলা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম। সভায় বক্তাগন বলেন, সুন্নিয়তের অগ্রযাত্রাকে রাজনৈতিকভাবে শক্তিশালী ও সংগঠিত হয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে এগিয়ে নিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকাতলে সমবেত হওয়ার আহব্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি নিম্নরূপ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গির আলম, ডাঃ মোহাম্মদ মাসুক মিয়া, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা ফারুক আহমদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবাশ্বির আহমদ আল-কাদেরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জয়নাল আবেদিন, অর্থ সম্পাদক হাফেজ এমদাদুল হক রেনু, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান, আইন সম্পাদক মাওলানা নুরুল আমিন, প্রকাশনা সম্পাদক মাওলানা ফেরদৌস আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সমুজ আলী মুজাহিদী, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়র হোসেন মহরম, শ্রম ও কৃষি সম্পাদক রফিকুল ইসলাম খাঁন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক গাজী আ ন ম তোফায়েল চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ কিম্মত, মহিলা সম্পাদিকা খাদিজা আক্তার, সদস্য আব্দুল কাইয়ুম, নুরুল ইসলাম, তুহিন মিয়া, আবজল মিয়া, রফিকুল ইসলাম বদর, আক্কাছ মিয়া, আব্দুল হান্নান ও ইয়াকুত মিয়া।