স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২০১৪-২০১৬ অর্থ বছরের নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় এম সাইফুর রহমান টাউন হলে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবিদুর রহমান, সহকারি নির্বাচন কমিশনার শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্দব সরকার। আর বিএনপি-জামাত কারনে অকারনে হরতাল ডেকে পরিবহনে অগ্নি সংযোগ করে নিরীহ শ্রমিকদের পুড়িয়ে মারছে। আওয়ামীলীগ সরকার শ্রমিকদের উন্নয়নে বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোঃ আবু জাহির নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধান অতিথি প্রত্যেক সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করেন। নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাজী মলাই মিয়া, শাহ মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাফিজ, সহ-সম্পাদক মোঃ দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাহেদ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহেব আলী ও শ্রম ও কল্যাণ সম্পাদক বেলাল মিয়া, কার্যকরি কমিটির সদস্যরা হলেন মোঃ কিসমত আলী (কিম্মত), আহম্মদ চৌধুরী ছায়েদ, মোঃ লেচু মিয়া, রতন বর্মণ, মোঃ গোলাপ মিয়া, মোঃ আব্দুল আউয়াল, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আরজান আলী, মোঃ মর্তুজ আলী প্রমুখ।