স্টাফ রিপোর্টার ॥ শহরের রূপালী ম্যানশনে চুরির অভিযোগে ২ নাইট গার্ডকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-নাইট গার্ড হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে এখলাছূর রহমান (৪৫) ও বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের তজমুল মিয়ার ছেলে সোনা মিয়া (৪৫)। গত শুকুবার দিবাগত রাতে রূপালী ম্যানশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চুরি হয়। এ চুরির সাথে জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।