স্টাফ রিপোর্টার। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক শিক্ষার মান্নোনয়ন হয় এবং শিক্ষার হার বৃদ্ধি পায়।
গতকাল তিনি শহরতলীর আনন্দপুরে কবির কলেজ একাডেমির প্রধান ফটক উদ্বোধন কালে এসব কথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে তিনি কলেজের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও অঙ্গিকার করেন। এসময় অন্যান্যয়ের ন্যায় উপস্থিত ছিলেন কবির কলেজ একাডেমির গভর্নিং বডির সদস্য শাবান মিয়া, গভর্নিং বডির সদস্য মো: ইদ্রিছ মিয়া, মো: আব্দুর রহিম, মো: হাবিবুর রহমান, মাহমুদা আক্তার, অধ্যক্ষ মো: জালাল উদ্দিন শাওনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।