বানিয়াচং প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সৃজনশীল মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ পাঠক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধা ৭টায় বানিয়াচং গণগন্থাগারে পাঠক ফোরামের সভাপতি মাস্টার সুরুজ মিয়ার সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস এম খোকন, ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শুয়াইব আহমদ, মাস্টার জাহেদ আহমদ, তরঙ্গ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং যুব উন্নয়ন অফিসে কর্মরত মহিউদ্দিন আগা খান ও বিশিষ্ট লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরঙ্গ পত্রিকা পাঠক ফোরামের সহ-সভাপতি শেখ আজিজুর রহমান, যাত্রাপাশা দারুল আরকাম মাদরাসার হেড ইনচার্জ মাওলানা মোশাহিদ আহমদ, কবি এম আর ঠাকুর, আদম আলী স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রাণী চিকিৎসক দ্বীপক দেব, কবি খায়রুল আলম রাজু ও মো. নাহিদ প্রমুখ। প্রধান অতিথি মুফতি আতাউর রহমান বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের জ্ঞান বিকশিত হয়, আত্মা হয় পরিশুদ্ধ। একে অপরের মধ্যে হিংসা-বিদ্বেষ দুরীভূত হয়। তা ছাড়া যুব সমাজকে মাদক-জুয়াসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রেখে সমাজ এবং দেশকে এগিয়ে নিতে সাহায্য করে সাহিত্য পত্রিকা গুলো। এ ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে বানিয়াচং থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’।