স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লাখাই উপজেলা আওয়ামী লীগ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদ এবং অ্যাডভোকেট মাহফুজ মিয়ার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল হক নূর, জ্যোতিষ চন্দ্র পাল, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুহেল লস্কর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ আলগীর, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ, মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইসাক মিয়া, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক মিয়া তালুকদার প্রমুখ।
সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এমপি আবু জাহির এমপি জাতির পিতার জীবন ও কর্মের উপর বক্তৃতা করেন।