মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে জায়গার দখলকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশের শর্টগান ও টিয়ারসেল নিক্ষেপ। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কাগাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এরশাদ আলীর চাচাতো ভাই লিয়াকত আলী আনন্দ বাজারের সন্নিকটে কিছু জায়গা ক্রয় করেন মোকাম হাটির মৃত সুরুজ এর ছেলে এশাদ আলীর নিকট থেকে। গতকাল সকালে ক্রয়কৃত জায়গাটি দখল নিতে যায় লিয়াকত আলীগংরা। এসময় সাবেক চেয়ারম্যান মোতালিব মিয়ার পক্ষের আলতাব আলী ক্রয়কৃত ভূমি দখল নিতে বাঁধা দেয়। আলতাব আলী কারন হিসেবে জানায় ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জায়গা লিয়াকত আলীকে দখল নিতে দেয়া হবে না। এ নিয়ে লিয়াকত আলী এবং আলতাব আলীগংদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৮ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। প্রায় ২ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এসআই আমিনুল হক চৌধুরী, এএসআই সামছুউদ্দিন, কনঃ নুরু, মোতালেব, কবির এবং আরিফ আহত হয়েছে। সংঘর্ষে টেটাবিদ্ধ অবস্থায় উভয় গ্রামের মরম আলী (২৭), আব্দুল বাছির (৪২), মোস্তাহার (১৯) এবং আজমান (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জাকির মিয়া, রবিউল, আলামিন, ইব্রাহিম, মনিরসহ অন্তত ৪০জন হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আটক করেছে।