স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর এলাকায় প্রশ্রাব করা নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গত বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা জানান, তেঘরিয়া গ্রামের এক যুবক শায়েস্তানগর এলাকায় খোয়াই নদীর বাঁধে প্রশ্রাব করে। এ প্রশ্রাব একজনের বাড়িতে গড়িয়ে গেলে এ নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষ সংগর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত আবজল মিয়া, জালাল মিয়া, আফিয়া বেগম, জামাল মিয়া, রশিদ মিয়া, জনি মিয়া ও সেলিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।