স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিধু দাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বিরেন্দ্র দাসের পুত্র। গত বুধবার সন্ধ্যায় সে নিজ বসত ঘরে মোবাইল চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।