চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের কুখ্যাত গরু চোর মইতল্যা চোরাকে গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের আব্দুল মতলিব (৪০) ওরপে মইতল্যা চোরার বাড়ীতে শনিবার ভোর রাতে দারগা আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি ভারতীয় গাজাসহ মইতল্যাকে গ্রেফতার করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, তার বিরুদ্ধে থানায় গরু চুরি, মাদক পাচারসহ ২০/২৫ টি মামলা রয়েছে। সে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় গরু চুরি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। কুখ্যাত মইতল্যা চোরা গ্রেফতার হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।