প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলায় কমিউনিটি ক্লিনিকের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।
ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার মোস্তাফিজুর রহমান চৌধুরীর পরিচালায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার উজ্জল চৌধুরী, মাহমুদ খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল আজিজ। সভায় কোরআন তেলাওয়াত করেন শিহাব উদ্দিন।