আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ অনুষ্ঠিত হয়। সভায় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্ত্বে ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে এবং ডেঙ্গু প্রতিরোধ এসব বিষয়ে নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এ সময় লাখাই থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব সহ কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।