স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যৌথ সম্পত্তির অংশিদার রেখে ছলচাতুরীর করে ওয়ারিশানদের বঞ্চিত করে দেড় কোটি টাকার সম্পত্তি বিক্রির ঘটনা ঘটেছে। একদিকে ভূমি বিক্রির টাকা পেয়ে আনন্দে দিন কাটাচ্ছেন ওয়ারিশানদের বঞ্চিত করে দলিল দাতারা। অপরদিকে ভূমির অংশ থেকে বঞ্চিতরা সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরে নালিশ করছেন। স্থানীয় চেয়ারম্যানের দেয়া সঠিক তথ্য ফাঁস নিয়ে এলাকায় সমালোচনা চলছে। অভিযোগ উঠেঁছে দলিল লেখককে বড় অংকের টাকায় ম্যানেজ করে দলিল সম্পাদন করেছেন। সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের মাওঃ আব্দুল বারি মিয়া মারা যাবার পর তার ৩ পুত্র হাজ্বী আঃ রফিক, আব্দুল হামিদ ও আব্দুল মুনিমকে রেখে যান। ইতোমধ্যে তিন ভাইয়ের মধ্যে আঃ রফিক ও আব্দুল মুনিম মৃত্যু বরণ করেন। প্রায় কয়েক বছর যাবত তাদের যৌথ সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ভাগবাটোয়ারা করার সিদ্ধান্ত হয়। কিন্তু সুচতুর আব্দুল হামিদ তার ভাই মৃত হাজী আঃ রফিক এর ৩ স্ত্রীর ছেলে-মেয়েদের কয়েকজনকে তার পক্ষে নিয়ে ফঁন্দি করে নবীগঞ্জ সাবরেজিষ্টার অফিসের অধীনের দলিল লেখক আলতাফ হোসেনকে বড় অংকের টাকায় ম্যাানেজ করে গত ৩১ জুলাই ২০১৯ইং নবীগঞ্জ সাবরেজিষ্টারী অফিসে ৩৪০৫নং দলিলে ৩ ভাইয়ের যৌথ সম্পত্তির কয়েকটি দাগের ভূমি দেড় কোটি টাকার বিনিময়ে ভূমির ওয়ারিশানদের বঞ্চিত করে বিক্রি করেন। ভাটোয়ারা ভূমি ক্রয় করেছেন বাজকাশারা গ্রামের মৃত হাজ্বী আব্দুল মুমিন এর পুত্র আব্দুল মুহিত। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ মুসার দেয়া ওয়ারিশান সার্টিফিকেট এর তথ্যের ভিত্তিতে প্রকাশ-ভূমি বিক্রি করায় মৃত হাজী আঃ রফিক মিয়ার সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন ৩ স্ত্রীর ছেলে মেয়েদের মধ্যে-আব্দুল হান্নান, আফজল মিয়া, সুফিয়া বেগম, রফু মিয়া, মতিউর রহমান, আছিয়া বেগম, নাছরিন বেগম, নাজমা বেগম, জুবায়েল মিয়া, জুনেদ মিয়া ও কামরুল মিয়া। এ ব্যাপারে ভূমির অংশ থেকে বঞ্চিত মৃত আঃ রফিক মিয়ার পুত্র আফজল মিয়া জানান, তার পিতার যৌথ সম্পত্তির ন্যায্য অংশ থেকে ছলচাতুরীল মাধ্যমে ভাটোয়ারা করে ভূমি বিক্রি করায় এতে তাদের অনেককেই ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা হয়েছেন। এতে তিনিসহ সকলে মিলে আইনের আশ্রয় নিবেন। এ ব্যাপারে দলিল লেখক আলতাফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। দলিল দাতা আব্দুল হামিদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে-ফোন রিসিভ করে এক মহিলা জানান তিনি বাড়িতে রয়েছেন কথা বলতে পারবেন না। বঞ্চিতদের দাবি তাদের ভূমি থেকে যারা বঞ্চিত করে দলিল সম্পাদন করেছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছার সাথে যোগাযোগ করা হলে তিনি ওয়ারিশান সার্টিফিকেট দিয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেন।