নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের চৌশতপুর ব্র্যাক প্রাইমারী স্কুলের শিক্ষিকার বেত্রাঘাতে গুরুতর আহত হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তার (১০)। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। সে হালিতলা বারৈকান্দি গ্রামের রফিক মিয়ার মেয়ে। তার আত্মীয় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈকান্দি গ্রামের হতদরিদ্র রফিক মিয়ার শিশু কন্যা ইয়াসমিন আক্তারকে চৌশতপুর ব্র্যাক প্রাইমারী স্কুলে ভর্তি করেন। বর্তমানে ইয়াসমিনা তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত। গতকাল বৃহস্পতিবার সকালে ৫মিনিট বিলম্বে স্কুলে যাওয়ার অপরাধে শিক্ষিকা শিফারুন বেগম উক্ত শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে সহপাটিরা তাকে বাড়ি নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ইয়াসমিনার বাবা রফিক মিয়া অভিযোগ করেন ওই শিক্ষিকা একই কারণে আরও একাধিকবার শিক্ষার্থীকে মারপিট করেছেন। ঘটনাটি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।