মারজিয়া আক্তার (চাঁদনী) নবীগঞ্জের সঈদপুর বাজার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে২০১৩ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত চাঁদনী নবীগঞ্জের জালালপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক নেতা এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা’র ৫নং আউশকান্দি ইউপি শাখার অর্থ সম্পাদক মো: লেচু মিয়া মুন্সি এবং ঝরনা বেগমের মেয়ে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়াপ্রার্থী।