মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ঈদুল আযহা সামনে রেখে নবীগঞ্জ পৌরসভার গরুর বাজার জমে উঠছে। গত মঙ্গলবার পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভীড় দেখা গেছে। নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর নামকস্থানে প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে এ হাট। অন্যান্য হাটের চেয়ে পবিত্র ঈদুল আযহাকে সামেন রেখে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। ঈদের বাকি আছে আর মাত্র ৫ দিন। পৌরসভার এই গরুর বাজারে হাট বসবে আরও দুই দিন। এ উপলক্ষে এখন পৌর পশুর হাটে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেছে দেশীয় গরু। বিদেশী গরু থাকলে ও লক্ষণীয় একেবারেই কম। এজন্য ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পৌর গরুর বাজার ইজারাদার কর্তৃপক্ষ বলছেন কোরবানির পশু আশানুরূপ বিক্রি হবে। পশুর হাটের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করায় জনমনে ও স্বস্তি বিরাজ করছে। গত মঙ্গলবার পৌরসভার এই বাজারটি ঘুরে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ক্রেতা বিক্রেতার লোকসমাগম দেখা গেছে। কোরবানির পশুর দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে অনন্দিত অন্যান্য জেলা থেকে আসা গরু বেপারিরা। তারা বলেছেন একেকটা গরুর মধ্যে ৭ থেকে ৯ হাজার টাকা লাভ করতে পারছেন। এতে তারা খুশি। এমনটিই জানিয়েছেন সিলেট গোয়ালাবাজার, জগন্নাথপুর, ভৈরব, মাধবপুর, মৌলভীবাজার, সিলেট বিয়ানিবাজার, দক্ষিণ সুরমা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ, বানিয়াচং সহ এসব জেলা উপজেলার বেপারিরা। কোরবানির পশু ক্রয় করতে আসা ক্রেতারা ও বলছেন একই কথা। স্বল্প মূল্যে চাহিদার পশুটি ক্রয় করতে পারছেন।