স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। বেচাকেনা আর দাম নিয়ে খুশি ক্রেতা-বিক্রেতারা। উপজেলা সদরের দুটি পশুর হাট রয়েছে। এরই মধ্যে পশুর হাসাপাতালের পশ্চিমের তুষার স্মৃতি স্কুলের পাশের মাঠের অস্থায়ী গরুর হাট জমে উঠেছে। এলাকার গৃহস্তের ঘরের গরু সহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা গরু-ছাগলে সয়লাব অস্থায়ী এ গরুর হাটটি। সুন্দর ও মনোরম পরিবেশে ক্রেতারা গরু কিনতে পেরে খুশি। স্থানীয়রা বলেছেন, জন ভোগান্তি যাতে না হয়, সেজন্য পশুর হাটগুলো সার্বক্ষণিক প্রশাসনের তদারকিতে আছে। দেখভালের জন্য পাশাপাশি নিয়োগ করা হয়েছে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক। এদিকে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবার কোরবানীর জন্য খামারিদের কাছে যথেষ্ট পরিমাণ পশু মজুদ রয়েছে।
পশু হাসপাতালের পশ্চিমে মাঠে অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা গেছে, জমে উঠতে শুরু করেছে কোরবানীর এ পশুর হাট। ধীরে ধীরে হাটগুলোতে বাড়ছে ক্রেতা-বিক্রিতার আনাগোনা। ঘুরে ঘুরে নিজেদের সাধ্যের মধ্যে পশু কিনছেন ক্রেতারা। তারা জানালেন, এ অস্থায়ী হাটে দাম নাগালের মধ্যে। ৫/৬ নং বাজার পশুর হাটে গিয়ে দেখা গেছে, গরু রাখার স্থানে পানি উঠে গেছে। বাজারে গরু দাঁড়ানোর জায়গা নেই। বাজারের সরু স্থানে জবুতবু অবস্থা বিরাজ করছে।