স্টাফ রিপোর্টার ॥ ভালবেসে পালিয়ে এসে ঘর বাধা হল না কুমিল্লা জান্নাতের। অবশেষে হবিগঞ্জ থানার পুলিশের হাতে আটক হয়ে প্রেমিক যুগলসহ ৩ সহপাঠীর ঠিকানা হলে শ্রীঘরে। এমন রসালো ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের বানিয়াচঙ্গ সিএনজি স্ট্যান্ডে। আটকরা হল কুমিল্লা সদর উপজেলার কোর্টবাড়ী গ্রামের মারফত উল্লার কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র জান্নাত আর লিজা। ও তার প্রেমিক বানিয়াচঙ্গ উপজেলার মার্কুলী দৌলতপুর গ্রামের হাবিজ মিয়ার পুত্র এনামুল হক (১৮) তার বন্ধু সোহেল (১৭) ও শাহিন (১৬) এবং শাকিল (১৫)। পুলিশ সুত্রে জানায় যায়, এনামুল ও তার ৩ বন্ধু লিজার এলাকায় রাজমিস্ত্রী কাজ করার সুবাদে এনামুলের সাথে লিজার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে পাগল হয়ে যায়। কিন্তু এনামুল রাজ মিস্ত্রি উভয়য়ের অপ্রাপ্ত বয়সী হওয়ার লিজার পরিবার বাধাঁ হয়ে দাড়ায়। কিন্তু তারা এ বাধা উপেক্ষা করে প্রেম ও মেলামেশা চালিয়ে যায়। লিজার পরিবার তাকে শাসালে প্রেমিক যুগল বিভোর হয়ে ঘর বাধার আশায় পালিয়ে আসে। তারা এনামুলের বাড়িতে যাবার জন্য গতকাল সকালে শহরের বানিয়াচঙ্গ স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠার সময় এসআই অমিতাভের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উপরোক্ত ঘটনার কথা স্বীকার করে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, উভয়ের অভিভাবক এসেছে। সমাধান হলে ছেড়ে দেয়া হবে নতুবা আদালতে পাঠানো হবে।