স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদ্রকদ্রব্য অধিদপ্তদরের পৃথক অভিযানে ৩ মাদকসেবেীকে আটক করা হয়েছে। পরে তাদেরতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকার অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তারা হল শায়েস্তানগর এলাকার মৃত মোস্তফা আলীর পুত্র হেলাল মিয়া (২৮) কে ৫ পিস ইয়াবা, পৈল বড়বাড়ীর মৃত আব্দুল খালেকের পুত্র বাচ্চু মিয়া (৩৫) কে ১’শ গ্রাম গাঁজা ও একই গ্রামের হেলাল মিয়া (৩০) কে ১শ’ গ্রামসহ তাদের আটক করা হয়। বিকেলে তাদেরকে জেলা প্রশাসক কার্যালয়ে পৃথক ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে হেলালকে ১৫ দিনের কারাদন্ড আব্দুল খালেককে ১৫ দিনের কারাদন্ড ও অন্য আরেক হেলালকে ৮ দিনের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।