নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার ৯টি ওর্য়াডের অসহায় ও দুস্থ লোকদের মধ্যে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণের শেষ দিনে গতকাল পৌরসভার ৬,৭ ও ৯ নং ওর্য়াডের কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে পৌরসভার মেয়র আলহাজ্ব ছাব্বির আহমেদ চৌধুরী এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বাবুল দাশ, জায়েদ চৌধুরী, রুকেয়া বেগম, পৌর সচিব গোলাম আজম প্রমুখ। উল্লেখ্য রবিবার সকালে ২, ৫ ও ৩ নং ওর্য়াডের কার্ডধারী লোকদের মাঝে চাল দিয়ে ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী।
পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, নবীগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬শত জনের অধিক লোকদের মধ্যে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়।