নবীগঞ্জ প্রতিনিধি ॥ কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্টা বার্ষিকী ২০১৪ উপলক্ষে এক র্যালী নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু চন্দ্র দেবের সভাপতিত্বে ও মেডিক্যাল ইপিআই টেকনোলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, ডাঃ নগেন্দ্র কুমার দাশ, এম, সুভাষ চন্দ্র দাশ, কবির মিয়া, মাহমুদুর রহমান রাসেল, প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, গ্রামীণ দরিদ্্র ও সুবিধা বঞ্চিত জনগনের দ্বারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ১৯৯৮-২০০১ সময়কালে দেশে ১০ হাজার ৭ শ ২৩ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে এবং প্রায় ৮শ টি ক্লিনিক চালু করে।